ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ বন্যাঃ ৫ শতাধিক মৃত,৫০ হাজারের বেশি পানিবন্দি

ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ বন্যাঃ ৫ শতাধিক মৃত,৫০ হাজারের বেশি পানিবন্দি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ভারতের উত্তরাখন্ড রাজ্যের হ্যারিডোয়ার এলাকা থেকে শুক্রবার আরও অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী বিজয় বাহুগুনা। এখনও সেখানে ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে আছেন বলে জানিয়েছে এনডিটিভি। রাজ্যটির বিভিন্ন এলাকায় বন্যায় আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধার করতে ৪৩টি হেলিকপ্টার নিযুক্ত করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, মারাত্মকভাবে আক্রান্তদের উদ্ধার কার্যক্রমে সমস্যা তৈরি হওয়ায় হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বন্যা মারাত্মক আকার ধারণ করায় নিহতের সংখ্যা অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে বলে জানিয়েছেন রাজ্যসচিব রাকেশ শর্মা। হ্যারিডোয়ারের সিনিয়র পুলিশ সুপার শুক্রবার এলাকাটির গঙ্গা নদী থেকে অনেকগুলো মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। খবরে বলা হয়, উদ্ধারকারীরা পর্যায়ক্রমে বেশি আক্রান্ত এলাকায় নজর দেন। এখনও উদ্ধার কার্যক্রম প্রাণপণে চালিয়ে যাওয়া হচ্ছে।  বর্তমান বন্যাকে ১ হাজারের বছরের মধ্যে সবচেয়ে বড় মারাত্মক বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী হ্যারাক সিং রাওয়াট। তিনি বলেন, বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামো সারিয়ে তুলতে ৫ বছরের মতো সময় লেগে যেতে পারে। এছাড়া নিহতের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক