পঞ্চম বর্ষে বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকমঃ বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ এবং সামাজিক পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চম বর্ষে বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকমঃ বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ এবং সামাজিক পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ এবং সামাজিক পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (রোববার) বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরোত্তম খাজা নিজাম উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন খান ইমু, আগরতলা মামলার অভিযুক্ত ফ্ল্যাইট সার্জেন্ট (অব:) আবদুল জলিল, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, কথাসাহিত্যিক কালাম ফয়েজী ও জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা সম্পাদক, টিভি  উপস্থাপক ও কলামিস্ট আলী নিয়ামত ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান সম্পাদক কলামিস্ট লায়ন মোমিন মেহেদী। আলোচনায় অংশ নেন অধ্যাপক ফজলুল কবীর, এডভোকেট মুহা. রোকন উদ্দিন পাঠান, এসএম জহিরুল ইসলাম, ডা. মহসিন সুজন, লায়ন মহিনুর রহমান তৌসিফ, রাজনীতিক মো. ফয়েজউল্লাহ ব্যাংকার হাফিজুর রহমান শাকিল, শেখ নাহিদ হাসান নয়ন, কবীর চৌধুরী তন্ময়, সময়ের কাগজের সম্পাদক মারুফ ওয়েসিস প্রমুখ।
অনুষ্ঠানে ভাষা গবেষক এম আর মাহাবুব-রচিত ‘রাষ্ট্রভাষা-আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং মোমিন মেহেদী রচিত ‘সময়কথন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের জন্য নতুন প্রজন্মকে কম্পিউটার-তথ্য-প্রযুক্তিতে তৈরি হতে হবে। তিনি এসময় নতুন প্রজন্মের প্রতি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।

নিজস্ব প্রতিনিধি