কেন? (কানিজ ফাতেমা রুমা)

কেন? (কানিজ ফাতেমা রুমা)

‍‍

~~~কেন?~~~
—কানিজ ফাতেমা রুমা—

===============================================================

বিবেকের ঘরে চুরি
খোলা বুকের মধ্যখান দিয়ে
আত্মার অভিশ্রান্ত বৃষ্টিপাতের শব্দ
টুপটাপ শব্দে নেমেছে স্রাবণ।
প্রশ্ন নয় প্রলাপের মতো বলে যাই
মায়ামমতা নিয়ে এখন আর
বেলীফুল ফোটেনা কেন ?
আশ্বিনের সাদা মেঘর অস্থিরতায়
রোদে কম্পন কেন ?
না লিখা কবিতা গুলো ঘুরে ফিরে আসে
আধ ফোঁটা কলির মতন কেন ?
এই রোদ এই বৃষ্টি বাতাসে বাতাসে
ভিখারির মতো ঘুরে বেড়ায় কেন ?
শেষ বিকেলের মৃদু আলো মাখা ঘাসে
আকাঙ্খা গুলোর মৃত্যু হয় কেন ?
ঝড়ের মুষ্টি ধরে আকস্মিক ভূমিকম্পে
মুহুর্মুহু স্বপ্ন ভাঙ্গে কেন ?
জানি না, জানি না, জানি না
অসম্ভব ক্ষোভে খুন হয় আত্মা
শপথ নেয় সবকিছুর নিজস্ব প্রতিশোধ নেব,
জলের লিখায় লিখবো একটি কাব্য
আমি আবার ফিরে আসবো
আর কেউ দেখুক না দেখুক
তোমায় আমি মধ্যরাতে ডাকবো
জিজ্ঞ্যেস করবো
ছদ্মবেশী ভালবাসা নিয়ে কেন বলেছিলে
তুমি প্রেমিক ?

____________________________________________________________________

অতিথি লেখক