৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি

৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি

জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের সব সিএনজি স্টেশনে ৫ জুলাই (শুক্রবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি। ৪ জুলাই (বৃহস্পতিবার) রাতে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন একথা জানান। তিনি জানান, সিলেটের একটি সিএনজি স্টেশনে ম্যাজিস্ট্রেটের ‘হয়রানির’ প্রতিবাদে সিএনজি স্টেশন মালিকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে রমজানে মাসে বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ নিয়ে পযালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী সাংবাদিকদের একথা  বলেন। উপদেষ্টা বলেন, ‘গত বছর রমজান মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ এবং বিদ্যুতের চাহিদা অনুযায়ী অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে ইফতার থেকে তারাবি নামাজ পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো সর্বোচ্চ গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।’

উল্লেখ্য,বর্তমানে ঢাকাসহ সারাদেশে সিএনজি স্টেশনে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা বন্ধ থাকে। তবে চট্টগ্রামে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকে।

প্রধান সম্পাদক