বগুড়ার দুপচাঁচিয়ায় রোগী সেজে মাদক প্রাচারের সময় ২২৮ বোতল ফেনসিডিল সহ ৫জন গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় রোগী সেজে মাদক প্রাচারের সময় ২২৮ বোতল ফেনসিডিল সহ ৫জন গ্রেপ্তার

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার দুপচাঁচিয়া পুলিশ ১৮ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জলঙ্গী বাসস্ট্যান্ডের সন্নিকটে অভিযান চালিয়ে রোগী সেজে মাদকদ্রব্য প্রাচারের সময় এক মহিলা সহ ৫জনকে ২২৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একটি মাইক্রোবাস আটক করেছে। থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের আওতায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মহসীন আলী, থানার এসআই আব্দুল আলিম ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনারদিন অভিযান চালিয়ে চট্ট মেট্রো-চ-৫১-০৯৪৪ নম্বর আক্কেলপুর থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাস এ তল্লাসী চালিয়ে রোগী সেজে মাদকদ্রব্য প্রাচারের সময় ২২৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আক্কেলপুর উপজেলার মাসুদ রানা মন্ডল(২৮) তার স্ত্রী শারমিন সুলতানা(২২), জাহাঙ্গীর আলম সেতু(২০), মামুন মন্ডল(৩০) ও মাইক্রোবাসের চালক মিঠু মন্ডল(২৮)কে গ্রেপ্তার করে। এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি