নিপুণ কবিতা (ফারহানা খানম)

নিপুণ কবিতা (ফারহানা খানম)

///নিপুণ কবিতা///

‍‍~~ফারহানা খানম~~

__________________________________________________________________

মোটা জীর্ন থানে বড্ড সুন্দর দেখায় ওকে
ওর সুডৌল গড়ন বেশ ফোটে
লোভাতুর শকুনেরা চেটে খায় রোদজ্বলা
শরীরের লাবন্য । তপ্ত দুপুরে শিশুটিকে নিয়ে
অসহায় দৃষ্টিতে খোঁজে স্বস্তির আশ্রয় !
অশুত্থের ডালে চনমনে রোদ ; বয়ে যাওয়া
হাওয়ায় স্তব্ধতা !
>>>

অনন্য ফাঁকিতে কেটেছে কিশোরী কাল
একফালি মেঘে সপ্ন বোনা ছিল বর্ষাজলে
ভেসে গেছে সে সব দিন হিসেব রাখার
অবকাশ মেলেনি ।
জঠরে বীজ বুনে চলে গেছে কীট।
>>>
ফুরিয়ে গেছে ছটফটানি বসন্ত চৈত্র তেষ্টায়
কালের ছোবলে
ঝুলিতে জমেছে কিছু ধিক্কার আর লাঞ্ছনা ।
>>>
ক্ষুধার্থ পাতে নুন আর লঙ্কা মাখা ভাত
ধরে দিলে মেয়েটির চোখে অনুপম
খুশির ঝিলিক !
শিশুটির মুখে সস্তা ললিপপে স্নিগ্ধ হাসি ফোটে
পরিতৃপ্ত মুখ আর শিশুর নিষ্পাপ হাসির চেয়ে
নিটোল কবিতা আমি দেখিনি কখনো ।

______________________________________________________________________

প্রধান সম্পাদক