গত ৪ দশকের মধ্যে স্পেনে সবচাইতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাঃ কমপক্ষে নিহত ৭৭

গত ৪ দশকের মধ্যে স্পেনে সবচাইতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাঃ কমপক্ষে নিহত ৭৭

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে গ্যালিসিয়া রিজিওনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৭৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ট্রেনটি মাদ্রিদ থেকে ফেরোল যাওয়ার পথে সান্টিয়াগো ডে কম্পোসটেলা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ট্রেনের আটটি বগির সবগুলোই লাইনচ্যুত হয় বলে বিবিসি জানিয়েছে। লাইনচ্যুত ট্রেনটির আটটি বগিই লাইনের পাশে ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে হতাহতদের খুঁজছে। হাসপাতালগুলোতে বহু আহতকে ভর্তি করা হয়েছে। যাদের জরুরি রক্তের প্রয়োজন দেখা দেয়ায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার পাওয়া যাত্রীদের একজন গুইলেরমো বলছিলেন, ট্রেনটি খুবই দ্রুতগতিতে চলছিল। এটি যখন একটি বাঁক ঘুরছিল তখনই লাইনচ্যুত হয়। আমি খুবই ভাগ্যবান যে বেঁচে গেছি। আমি জানি না কতো মানুষ মারা গেছে। তবে এটা নিশ্চিত যে মৃতের সংখ্যা অনেক। আরেকজন যাত্রী রিকার্ডো বলছিলেন, বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইন থেকে সরে গিয়ে পাক খেতে শুরু করে। একটা বগির উপর আরেকটা উঠে যায় এবং বহু মানুষ আটকে পড়ে। আমি একটি বগির তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছি। দুর্ঘটনার পর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোয় মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডাকেন। ২৫ জুলাই (বৃহস্পতিবার) কোনো এক সময় তিনি দুর্ঘটনাস্থল সফর করবেন বলে ঠিক হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত ৪ দশকের মধ্যে স্পেনে এটাই সবচাইতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

আন্তর্জাতিক ডেস্ক