বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি নেতাদের হামলায় আ’লীগ নেতা আহত

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি নেতাদের হামলায় আ’লীগ নেতা আহত

চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার দুপচাঁচিয়ার কোলগ্রাম উত্তর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে ২৬ জুলাই (শুক্রবার) সকালে বিএনপি নেতাদের হামলায় আওয়ামীলীগ নেতা আজমল হোসেন আজম (৩০) গুরুতর আহত হয়েছেন। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ প্রায় অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চামরুল ইউনিয়নের ছোট কোলগ্রাম উত্তর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য ঘটনারদিন সকালে বিদ্যালয় শ্রেণীকক্ষে এক সভা আহবান করা হয়। সভায় অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা বিএনপি নেতা শামছুল আলম ও মাজেদ আলী খোকার স্ত্রী আলেয়া বেগম এবং মহিলা সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন আজম এবং আ’লীগ নেতা ফরিদ উদ্দিনের স্ত্রী রুমা বিবির নামে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে পৃথক ডিও লেটার দেন। সভা চলাকালে ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে দুই এমপির ডিও লেটার প্রাপ্ত প্রার্থীদের মাঝে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বিএনপি নেতাদের হামলায় সভায় উপস্থিত চামরুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ প্রতিনিধি