‘খ’ তালিকা ভুক্ত যেসব অর্পিত সম্পত্তি হিন্দুদের দখলে আছে তা অবিলম্বে অবমুক্ত করে দেয়া হোকঃ ড. নিম চন্দ্র ভৌমিক

‘খ’ তালিকা ভুক্ত যেসব অর্পিত সম্পত্তি হিন্দুদের দখলে আছে তা অবিলম্বে অবমুক্ত করে দেয়া হোকঃ ড. নিম চন্দ্র ভৌমিক

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক বলেছেন, খ তালিকা ভুক্ত যেসব অর্পিত সম্পত্তি হিন্দুদের দখলে আছে তা অবিলম্বে মুক্ত করে দেয়া হোক। তিনি বলেন, বর্তমান সরকারের শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানায়। কিন্তু দ্রুত সমাধান এর করতে হবে। ২৭ জুলাই (শনিবার) দুপুরে বগুড়া জেলা  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অধ্যাপক দিলীপ কুমার ঘোষ এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী গনেশ চন্দ্র ঘোষ, যুগ্ন-এডভোকেট তাপস কুমার পাল, বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ এনসি বাড়াই সহ আরো অনেকে। ড. নিম চন্দ্র ভৌমিক আরো বলেন, স্বাধীনতার পর থেকে এই সম্পত্তি নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সম্পত্তি হিন্দুদের ফিরিয়ে দৌযার জন্য যে, উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। তবে সেটা করে দেখাতে হবে। বর্তমান সরকারের সময়ের মধ্যেই খ তালিকাভূক্ত যেসব সম্পত্তি হিন্দুদের দখলে আছে, তা অবমুক্ত করতে হবে।  সম্মেলনের  আগে এক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিশেষ প্রতিনিধি

Related articles