নিয়মিত কফি পানে আত্মহত্যার প্রবণতা ৫০ শতাংশ কমে যায়

নিয়মিত কফি পানে আত্মহত্যার প্রবণতা ৫০ শতাংশ কমে যায়

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ কফির উপকারিতা অনেক। এখন পর্যন্ত কফি নিয়ে বহু গবেষণা হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কফি পানে ক্যানসার, আলঝেইমার, হার্ট অ্যাটাক কিংবা ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমে। এছাড়া লিভারের জন্যও উপকারী কফি। তবে সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গেছে, কফি পানে আত্মহত্যার প্রবণতাও কমে। গবেষণা প্রতিবেদনটি ওয়ার্ল্ড জার্নাল অব বায়োলজিক্যাল সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের পরিচালিত এ গবেষণায় ২ লাখ মানুষকে ১৬ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কফি পানে আত্মহত্যার প্রবণতা ৫০ শতাংশ কমে যায়।

আন্তর্জাতিক ডেস্ক