বিশ্ব বন্ধু দিবসঃ চলার পথের অনুপ্রেরণা বন্ধু

বিশ্ব বন্ধু দিবসঃ চলার পথের অনুপ্রেরণা বন্ধু

 

 

শুভাশিস ব্যানার্জি শুভঃ সাম্য গ্রামের ছেলেগ্রামের পথ ঘাট, নদী- নৌকা, মাঠ- ঘাট এসব তারচিরচেনাসারাদিন দ্বিগবিদিক ছুটে বেড়ানো আর খেলাধুলা তার দারুণ লাগেআরভালো লাগে বন্ধুদেরবন্ধু ছাড়া কি আর এসব জমে নাকিসারাদিনের দুরন্তখেলা, ডুব-সাঁতার, সবুজ মাঠে ভোঁ দৌড়, সবকিছুতেই সাথি হল বন্ধুরাআম বাগানে সবাই মিলে বনভোজনেবা গোয়েন্দার মত কোন অভিযানে সবখানেই দরকারবন্ধুদেরবন্ধু ছাড়া নতুন ফুটবলটা ঘরের কোনেই পড়ে থাকে, নতুন যে ক্রিকেটব্যাট বা বল কিংবা মেলায় কেনা শখের রঙিন ঘুড়িটা উঠানেই পড়ে থাকেতবুকিছুতেই নড়তে ইচ্ছে করে নাবন্ধুছাড়া সবকিছু কেমন অর্থহীন মনে হয়বন্ধুরা যখন কোন কারণে দূরে থাকে তখনই বোঝা যায় বন্ধুর আসল মর্মশুধু সাম্যর জন্যই নয় আসলে প্রত্যেক মানুষের জন্যই প্রয়োজন অন্তত একজনভালোবন্ধুযার কাছে মনের সব কথা বলা যায় নির্দ্বিধায়, যার সাথে সব সুখ-দুঃখ ভাগ করে নেয়া যায়সুখের দিনে সেই তো পাশে থাকে, আবার দুঃখেও থাকেছায়ার মতোএকজন ভালো বন্ধু আসলে মানুষের অদৃশ্য বিবেকের মতোকারণ সেভালো কাজে উৎসাহ দেয় আর খারাপ কাজে নিরুৎসাহিত করে সবসময়তাই তো, ভালোবন্ধুটিকে থাকে সারাজীবনসবুজ ঘাস সজীবতার প্রতীকসেই আবার তারুণ্যের প্রতীক, জীবনের প্রতীকবন্ধুবা বন্ধুত্ব মানেও যেন একরাশ সবুজএকজন ভালো বন্ধুর ছোঁয়ায় আমাদেরজীবন হয়ে ওঠে সবুজ আর সুন্দরতমবিশ্ববন্ধু দিবসে সব বন্ধুকে শুভেচ্ছা

বন্ধু দিবসের ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা ছিল খুবই কঠিনতখন কাঁচা মাংস বা ফলমূলইছিলো তাদের দৈনন্দিন খাবারতাদের ভালো কোন পোশাক ছিলো না, আশ্রয়ের জন্যছিলো না ভালো কোন বাসস্থানআস্তে আস্তে মানুষ আবিস্কার করে আগুন, চাকা, নানা ধরনের অস্ত্র সহ আরও কত কিছু্‌সে সময় মানুষকে বৃষ্টিতে ভিজতে হয়েছে ঝড়ে কষ্ট পেতে হয়েছেখাবারের জন্যপশু শিকার করতে হয়েছেআবার হিংস্র পশুর হাত থেকে বাচাঁর জন্যে যুদ্ধ করতেহয়েছেএতসব বিপদের মাঝে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যেমানুষকে বেঁচে থাকতে হলে, ভালোভাবে বাঁচতে হলে একসঙ্গে থাকতে হবেতাইতারা নিজেরা ঐক্যবদ্ধ হতে শুরু করেতাদের মধ্যে ভাবের বিনিময় হয়একেঅপরের প্রয়োজনে, বিপদে আপদে, দুঃখে কষ্টে যেমন এগিয়ে আসতে শুরু করে তেমনিআনন্দটাও উপভোগ করতে থাকে একসাথেইআর তখনই সবার মাঝে গড়ে ওঠে একটাসম্পর্কযে সম্পর্কের নাম বন্ধুত্বতারা বুঝতে শুরু করে, বন্ধুত্বের মানে পরষ্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্বেরমানে সুখে-দুঃখে এক থাকা, বন্ধুত্ব মানে ভালোবাসা, বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে একজনকে আরেকজনের ভালোলাগাবনে বাদাড়ে ঘুরে বেড়ানো সেই মানুষ থেকে আজকের এই আধুনিক মানুষের মাঝে অনেককিছুই বদল হয়েছেবদল হয়েছে তাদের পোশাক-আশাক, চলাফেরা, খাওয়া- দাওয়াসবকিছুইতবে কিছু জিনিস তাদের ভিতর এখনও সেই আগের মতই রয়েছেতারই একটাহল বন্ধুত্বমানুষে মানুষে যে আকর্ষণ তারই অপর নাম হলো বন্ধুত্বএকজনযখন অন্য একজনের কাছে থাকতে পছন্দ করে, পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসে আরআনন্দে এক সাথে হাসে তখনই বোঝা যায় বন্ধুত্ব কীআধুনিক মানুষ বড় ব্যস্তকিন্তু তাই বলে বন্ধুর প্রতি কোন টান নেই? তেমনটা কিন্তু নাবরংবন্ধুত্বটাকে আরও গাঢ় করার জন্যে, বন্ধুর জন্য কিছু করার জন্যে, বন্ধুরসঙ্গে আয়োজন করে একটা দিন কাটানোর জন্যে আমেরিকাতে প্রথম প্রবর্তিত হয়বন্ধুদিবস১৯৩৫ সালের দিকে আমেরিকার সরকার তাদের কংগ্রেসে আগষ্ট মাসের প্রথম রবিবারকেবন্ধু দিবসহিসেবে ঘোষণা করেতবে চিলিতে অক্টোবরের প্রথম শুক্রবারকেবন্ধু দিবসহিসেবে উদযাপন করা হয়প্রথমদিকে আমেরিকাতেই শুধু উদযাপিত হত বন্ধুত্বদিবসআস্তে আস্তে অন্য দেশগুলোতে, এরপর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে বন্ধু দিবসের ধারণাসেই স্রোত এসেছে আমাদের দেশেওআমাদের দেশেও এখন সমান্তরালে প্রতিবছরই পালন করা হয় এইদিবস

কথায় বলে বিদেশি ভাষার বুলি, দেশি ভাষায় গালিতাই না জেনে না বুঝে বিদেশি ভাষা না ব্যবহার করাই সঙ্গততবে আজ বাংলাভাষায়বন্ধু শব্দের কিছুবিদেশি প্রতিশব্দ জানিয়ে দিচ্ছিবন্ধু দিবসের দিন বন্ধুদের একটু অন্য ভাষাতে ডেকে চমকে দিতে পারা যায়বন্ধুরাও ভাববে এ আবার কোন ভাষা! বাঙ্গালি জাতি বৈচিত্র প্রেমী। ভাষাগত এই বৈচিত্রও হয়তো কারো কারো কাছে আকষর্ণীয় হয়ে উঠতে পারে।


আলবেনিয়া- মিল্ক
আফ্রিকা- ভ্রেন্ড
চীন- পেনজিউ
ডাচ- ভ্রেন্ড, ভ্রেঞ্জ
ডেনিশ- ভেন
ফ্রেঞ্চ- আমি
জার্মানী – ফ্রিউন্ড
জর্জিয়ান- মেগোবারি
হাংগেরিয়ান – বারাট
হিন্দি- দোস-
ইটালিয়ান- আমিকো
আইরিশ- কারা
জাপানি- টমোডাচি
কোরিয়ান- জিঙ্গু
ল্যাটিন-আ্যামিকাস
রাশিয়ান- প্রিজাটেল
সংস্কৃত- মিত্রা
স্পেনিশ – আমিগো


একটা কথা হলো, আমাদের প্রিয়বন্ধুহয়তো এই মুহূর্তে আমাদেরকাছ থেকে অনেক দূরেকর্ম ক্ষেত্রে কিংবা অনান্য কারণে যান্ত্রিক জীবনে ব্যস্ত থাকাটাই স্বভাবিক। ইচ্ছে থাকা সত্বেও এখন আর অনেকের সাথেই যোগাযোগ রক্ষা করা যায় না। তবে তাই বলে বন্ধুদের প্রতি ভালোবাসা কিন্তু কিন্তু কমে যায় না। বন্ধু তো একদিনের জন্য নয়। বন্ধু হচ্ছে সারা জীবনের পথ চলার অনুপ্রেরণা।

পৃথিবীর বিভিন্ন দেশেবন্ধুউৎসবঃ

আমেরিকায় প্রথম চালু হলেওবন্ধু দিবসএখন আর আমেরিকার ব্যক্তিগত সম্পত্তিনয়কারণ বিশ্বের অনেক দেশই এই দিবসটি পালন করছে তাদের নিজের ঐতিহ্য বাসংস্কৃতির সাথে মিল রেখেতাইবন্ধু দিবসএখন আর্ন্তজাতিক একটি উৎসব

আমেরিকায় বন্ধুত্বের উৎসব :আমেরিকায় অনেক বড় আকারে পালন করা হয়বন্ধু দিবসছোট বড় সবাই সমান উৎসাহেমহাসমারোহে পালন করে এই দিনটিসবাই তার প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোরএকটা সুযোগ হিসেবে গ্রহণ করে এই উৎসবকেসারা শহরজুড়ে যেন একটা সাজ সাজ রবপড়ে যায়সবাই তাদের প্রিয় বন্ধুর জন্য উপহার কিনতে ঘুরতে থাকে মার্কেটেমার্কেটে
দিনটাকে আনন্দময় করতে তারা আয়োজন করে নানা ধরনের পার্টিরসবাই মিলেপ্ল্যান করতে থাকে কিভাবে কাটানো যায় দিনটাবন্ধু দিবসউপলক্ষে এই দেশেরবিভিন্ন হোটেল নানা ধরনের সুযোগ সুবিধার ঘোষণা দিয়ে থাকেমার্কেটগুলোওবন্ধুত্ব দিবসের উপহার সামগ্রীর পসরা সাজিয়ে বসেচারিদিকের পরিবেশ যেনবন্ধুকে আরও কাছে পাবার, বন্ধুর জন্য আরও কিছু করার জন্য উৎসাহিত করে

ভারতে বন্ধুত্বের উৎসবঃ বন্ধু দিবসভারতে নতুন কোন ধারণা নয়বিভিন্ন গ্রন্থে এর ভুরি ভুরি উদাহরণরয়েছেতবে বন্ধু্ব দিবসটাকে আলাদা করে উদযাপনের প্রথা উপমহাদেশে পূর্বেছিল নাউপহার বিনিময়, কার্ড আদান প্রদান, বন্ধুর হাতে রাখি বাঁধা, মোবাইলে এসএমএসবিনিময়, অনলাইনে ই-কার্ড দেয়া-নেয়া প্রভৃতির মাধ্যমে উদযাপন করা হয়বন্ধু দিবসটিবন্ধু দিবসআসার আগেই সপ্তাহব্যাপী দোকানগুলো নানা রকমউপহার সামগ্রী আর কার্ড সাজিয়ে রাখেকিছু কিছু রেস্তোরা বিশেষ বিশেষসুবিধা দিয়ে থাকেআর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে উল্লেখ করা হয় বন্ধুত্বদিবসের কথাসব মিলিয়ে শহরগুলোতে বন্ধুত্ব দিবসের আয়োজনটা বেশ ভালোই হয়

মেক্সিকোতে বন্ধুত্বের উৎসবঃসারা দুনিয়ায় যেখানে ১৪ ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসাদিবসপালন করা হয়সেখানে মেক্সিকোতে এ‌ই দিন পালন করা হয়বন্ধু দিবসএই দিন একই সাথেভালোবাসাদিবস আবারবন্ধু দিবস পালন করা হয়বন্ধু্বদিবসউপলক্ষে সেখানেররেস্টুরেন্টগুলো আয়োজন করে নানা পদের মজাদার খাবারেরবিভিন্ন দোকানেওদেখা যায় এ উপলক্ষে বিশেষ বিশেষ উপহারের ঘোষনা
আর্জেন্টিনাবন্ধুত্বের উৎসবঃ ফুটবল খেলার সুবাদে আর্জেন্টিনাকে মোটামুটি এদেশে বিশেষভাবে পরিচিতখেলার পাশাপাশি কিন্তু তারা বন্ধু্ব দিবসও পালন করেএই দিন তারা দলবেঁধে কোন রেস্টুরেন্টে খেতে যায় বা ঘুরতে যায়আবার কখনো এমনও যে সবাইমিলে কারো বাড়িতেই আয়োজন করা হয় একটা বন্ধুত্ব দিবসের পার্টিতারপর সেপার্টিতে একজন আরেক জনের সঙ্গে খোশ গল্পে মেতে ওঠেএমন অনেক বন্ধু আছেযাদের সঙ্গে এমনিতে খুব একটা দেখা হয় নাবন্ধুত্ব দিবসের উছিলায় তাদেরসঙ্গেও দেখা হয়ে যায় তাদেরএজন্য সে দেশে বন্ধুত্ব দিবসটাকে বেশ আয়োজনকরেই পালন করা হয়

জাপানে বন্ধুত্বের উৎসবঃ বন্ধুদিবসে জাপানিরা বেশ জাঁকজমকের সাথে পালন করেপুরো পরিবার নিয়েবিভিন্ন স্থানে ঘুরতে যায় তারারেস্টুরেন্টগুলো তাদের দরজা বন্ধ করেখাবারগুলো বিক্রির জন্য বাইরে নিয়ে আসেটেবিল পেতে থরে থরে সাজিয়ে রাখেনানা ধরনের খাবারসে দেশে পিৎজা বেশ প্রিয়বন্ধু দিবসের দিন পিৎজার জন্যলাইনে ঘন্টার ঘন্টার পর দাঁড়িয়ে থাকেশহরের লোকদের হাতে হাতে পিৎজা নিয়েঘুরতে দেখা যায় হরদম

বাংলাদেশেবন্ধুদিবসঃ শুধু বড় বড় দেশগুলোও নয় আমাদের দেশেও পালিত হয় বন্ধুত্বদিবসতবে এখনওসীমিত আকারেই রয়েছেই এটিঅন্যভাবে বলতে গেলে প্রাথমিক অবস্থাতেই রয়েছে এরউদযাপনসমষ্ঠিগতভাবে তেমন উল্ল্যেখযোগ্যভাবে এর উদযাপন হয় নাতবেব্যাক্তিগতভাবে উদযাপন একেবারে কম নয়ব্যাক্তিগত পর্যায়ে এসএমএস আদানপ্রদান, কার্ড আদান প্রদান, বই বা অন্য কোন উপহার বিনিময় করতে দেখা যায়বেশবাংলাদেশের রাজধানী ঢাকার বেশ কিছু রেস্তোরা এ উপলক্ষে বিশেষ আয়োজন করেথাকেআবার কিছু বিপনী বিতানেবিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড় দেয়া হয়ভারতের মত বাংলাদেশেও মূলত তরুণদের মধ্যেই এই সংস্কৃতির লালন বেশি দেখাযায়বাংলাদেশের ছোট বড় সব শহরের তরুণরা এই দিনে তাদের বন্ধুদের শুভেচ্ছাবিনিময় করে থাকেতবে গ্রামের দিকে এর উদযাপন লক্ষ করা যায় না বললেও চলে

একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, “আত্মীয়-স্বজন জন্মসুত্রেই পাওয়া যায়, কিন্তুবন্ধু বেছে নেয়ার সুযোগ আছেএজন্য ঈশ্বরকে ধন্যবাদসত্যিই কোন রকম রক্ত সম্পর্কের না হওয়া সত্ত্বেও একজন মানুষ আরেকজনমানুষের এতো আপন হতে পারে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে সেটা একজনসত্যিকার বন্ধুর মাধ্যমেই উপলদ্ধি করা যায়তাই একজন ভালোবন্ধু পাওয়া এবংকারও ভালোবন্ধু হওয়া মানে অনেক বড় অর্জনতাই সময় থাকতে সত্যিকার বন্ধুকেচিনে নিতে ভুল করা মানে চরম বোকামি। হয়তো জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বোকামির জন্য কষ্ট পেতে হতে পারে।আর শুধুবন্ধুদিবসেই নয় বছরের সবদিনই বন্ধুর জন্য ভালোবাসা প্রকাশ করাযায়আবারওবন্ধু দিবসের শুভেচ্ছা রইলো সকল বন্ধুদের প্রতিআমাদের সকলের মাঝেযেন বন্ধুত্ব চির সবুজ এবংসতেজ থাকুক সারা বেলা, সারা জীবন…পরিশেষে আমার সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বন্ধুকে স্মরণ করছি। যিনি আজ আমার দৃষ্টির সীমানার বাইরে, হৃদয়ের অন্তরালে। তিনি হলেন, আমার বাবা প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সুনীল ব্যানার্জি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বাবা…!

শুভাশিস ব্যানার্জি শুভঃ প্রধান সম্পাদক,এসবিডি নিউ24 ডট কম।।

 

প্রধান সম্পাদক