অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ৩১৬টি শহর পানির নীচে হারিয়ে যাওয়ার আশঙ্কা

অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ৩১৬টি শহর পানির নীচে হারিয়ে যাওয়ার আশঙ্কা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ মায়ামীসহ যুক্তরাষ্ট্রের ৩১৬টি শহর পানির নীচে হারিয়ে যেতে পারে, এটি প্রায় নিশ্চিত। কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বাড়ার বর্তমান প্রবাহ ২১০০ সাল পর্যন্ত অব্যাহত থাকলে ১৪০০টি শহরের একই পরিণতি হতে পারে। ন্যাশনাল একাডেমী অব সায়েন্স এ প্রকাশিত নতুন এক গবেষনায় পিলে চমকানো এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষনায় বলা হয়েছে গ্রীণ হাউজের গ্যাসের নিঃসরণের বর্তমান ধারা সমুদ্রসীমার উচ্চতা চারফুটের মতো বেড়ে যাবে বলে প্রায় নিশ্চিত তথ্য প্রকাশিত হয়েছে। আর তাতেই ৩১৬টি শহর ডুবে যাবার আশংকা রয়েছে। গবেষনায় ফ্লোরিডাকে সবচেযে ঝুকিঁপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নিউজার্সি,নর্থ ক্যারোলাইনা,লুইসিয়ানাও ঝুকিঁর মধ্যে রয়েছে। সবচেয়ে ঝুকিঁপূর্ণ শহরের তালিকায় রয়েছে মায়ামী,ভার্জিনিয়া বিচ,স্যাক্রামেনটো এবং জ্যাকসনভাইল।

আন্তর্জাতিক ডেস্ক