রাজধানীতে পুলিশের সাথে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

রাজধানীতে পুলিশের সাথে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের একাধিক সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছাত্রদলের ২৯ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। ২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে রাজধানীর মৎস্যভবন, বিজয় নগর, প্রেসক্লাবসহ আরো কয়েকটি স্থানে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বঘোষিত জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে প্রবেশ করতে চায়। কিন্তু জনসভার কোন অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এসময় ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ বিষয় পুলিশের রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার শিবলী নোমান জানান, ছাত্রদলের জনসভা করার কোন অনুমতি ছিল না। তারা জোড় করে জনসভা করার চেষ্টা করে। ছাত্রদলের নেতাকর্মীকে আটকের কথা তিনি স্বীকার করে বলেন, “বিশৃঙ্খলার অভিযোগে তাদের আটক করা হয়েছে।”

নিজস্ব প্রতিনিধি