বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সন্তোষজনকঃ সৌদি প্রশাসন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সন্তোষজনকঃ সৌদি প্রশাসন

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ২০১৩ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে সৌদি প্রশাসন। শনিবার বাংলাদেশ থেকে আগত হাজীদের প্রথম ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানাতে এসে সৌদি সিভিল এভিয়েশনের মহাপরিচালক আব্দুল হামিদ এ সন্তোষ প্রকাশ করেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, এই প্রথম সিভিল এভিয়েশনের ডিজিসহ সৌদি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে বাংলাদেশি হাজিদের উপহার সামগ্রী দিয়ে বরণ করেন। রাষ্ট্রদূত বলেন, সুন্দর হজ ব্যবস্থাপনা এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকার কারণেই অন্যান্য দেশের তুলনায় বেশি হাজি আসার অনুমতি দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। এর আগে মক্কা এবং জেদ্দায় হজ মিশনে হাজিদের সেবায় নিয়োজিত কর্তব্যরত ব্যক্তিদের নিয়ে একটি সভা শনিবার রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত বলেন, সবার সহযোগিতায় আমরা গত কয়েকটি হজ অত্যন্ত সুশৃখলভাবে সম্পন্ন করে বিভিন্ন দেশ এবং মহলের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। অর্জিত সুনাম ধরে রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।  এদিকে শনিবার সৌদি হজ উপমন্ত্রী হাতিম কাজীর নেতৃত্বে সৌদি সরকারের একটি প্রতিনিধিদল সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের জন্য ভাড়া করা বাড়ি পরিদর্শন করেন। হাতিম কাজী বাংলাদেশি হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬’শ ২৮টি এজেন্সির মাধ্যমে নব্বই হাজার দুই জন পবিত্র হজ পালন করবেন। শনিবার রাত পর্যন্ত ২টি বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইটে ৭৩১ জন হাজি সৌদি আরবে এসে পৌঁছেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫২ জন।

বিশেষ প্রতিনিধি