অসম্পূর্ণ (ফারহানা খানম)

অসম্পূর্ণ (ফারহানা খানম)

~~~অসম্পূর্ণ~~~

<—->ফারহানা খানম<—–>

===========================================================

পেইন্টিংটার একাংশে পাতাহীন বৃক্ষ আর

ধূসর হ্রদে রোদের খেলা

ঝকঝকে নীলাকাশে শরতের তুলোট মেঘ

বাকি ক্যানভাসে শুধু অদ্ভুত সাদা রঙ

বোঝা যাচ্ছে অসমাপ্ত চিত্র ;

হয়তোবা ইচ্ছে করেই চিত্রকর শেষ করেন নি,

পথের শেষে না পৌঁছূলে যে উপসংহার টানা যায়না

তা তিনি ভালই জানেন।

>>>

ছবিটা স্বপ্ন জাগায়

জন্ম দেয় হাজারো রুপকথা

আমি যেমন অলস দুপুরে ইচ্ছেসুখে গল্প সাজাই

মনে মনে…

>>>
অনেকবার তুলে নিয়েছিলাম রঙ তুলি

তবুও ছবিটা শেষ করা হয়নি…

কখনো মনে হয়েছে আপাতত থাক ওটা

কিংবদন্তি হয়েই…

>>>
কখনো-বা ভেবেছি আমিত সেই চিত্রকর নই,

আমারো জানা নেই হ্রদের ওপারে কি আছে;

কিই বা আঁকার ছিল

সাদা বরফের বুকে কিংবা বৃক্ষের পাশে?

______________________________________________________________

অতিথি লেখক