অতিক্রম (রোকসানা রফিক)

অতিক্রম (রোকসানা রফিক)

………….. অতিক্রম ……………

~~~রোকসানা রফিক~~~

=============================================================

তুমি কি সেই রাতে জেগে ছিলে?

আমি চলে যাবার পর আরও অনেকক্ষণ?

তুমি কি আমার ফেলে যাওয়া শালুক ফুলে

স্পর্শ করনি তোমার ঠোঁট?

আমাদের যুগল ঠোঁট কি

রাতের অন্ধকারকে ডিঙিয়ে কাঙ্ক্ষিত

ভোরের আলো দেখায়নি?

তোমাকে কি বলেছিলাম সে রাতে

আরও অনেক না বলা কথা?

তুমি কি জান আমার জন্মদাগের

সাথে তোমার নাম লেখা রয়েছে?

ঘসে ঘসে তুলে ফেলতে চেয়েছি কত

সেদিন প্রথম চেষ্টা করেছিলাম।

যেদিন আমার টিনটিন কমিকস

বইয়ের পাতা ছিড়ে ফেলেছিলে?

তারপর বহুবার মুছতে চেয়েছি

যতবার অবহেলা করেছ

ততবার মুছতে চেয়েছি

একবার তোমার রেখে যাওয়া

এলডোরাডো ছুড়ে ফেলে দিয়েছিলাম নদীতে

আর ফিরবেনা বলে হারালে কৃষ্ণগহ্বরে

তারপরও সূর্যবিপ্লবের মত তোমার ফিরে আসা

আমরা পৃথিবীর পথ ,আকাশের সীমান্ত

পার হয়ে পৌঁছে গেলাম

ধূ ধূ মরুভুমি কালাহারির শেষ প্রান্তে।

শেষ বিকেলে রোদের আলোয়

দেখলাম আমরা এসে দাড়িয়েছি

অকাভাঙ্ক ডেলটায়।

আমরা এখন শিখেছি অতিক্রম করতে

অতিক্রম করেছি মৃত আত্মার অহেতুক গান

অতিক্রম করেছি একে অপরের সীমা

আমরা এখন অতিক্রম করব

পৃথিবীর আউষ্কাল।।

___________________________________________________________

অতিথি লেখক