আমরা কথায় নয়, কাজে বিশ্বাসীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমরা কথায় নয়, কাজে বিশ্বাসীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনে মানুষ ও পরিবেশের নিরাপত্তার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের প্রতিটি স্তরে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রকল্প ও মানুষের যাতে ক্ষতি না হয় এবং পরিবেশের ওপর যেনো কোনো বিরূপ প্রভাব না পড়ে সে অনুযায়ী নির্মাণ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’ বিদ্যুৎ খাতের উন্নয়নের কারণে দারিদ্র্য ২৬ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকা সত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার সাড়ে ৪ বছরে বিদ্যুতের উৎপাদন ৯৭১৩ মেগাওয়াটে উত্তীর্ণ করেছে। যা দ্বিগুণেরও বেশি। এতে রিজার্ভ বেড়েছে। আর বিদ্যুত খাতের উন্নয়নের কারণে দারিদ্র্য ৫৬ শতাংশ থেকে কমে ২৬ শতাংশে নেমে এসেছে।’ ২ অক্টোবর (বুধবার) দুপুরে জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পর রূপপুর আণবিক প্রকল্প মাঠে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন করেছে। ৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ১৬শ থেকে ৪ হাজার ৩শ মেগাওয়াটে উত্তীর্ণ করে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় আসার পর যা কমিয়ে ৩ হাজার ২শ করেছিলো।’ তিনি বলেন, ‘বিদ্যুৎ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বেশি দরকার। সেদিকে মনোযোগি হয়েছে সরকার। ইতোমধ্যেই ভারত, মালয়েশিয়া ও চীনের সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সে কথা প্রমাণ করেছি। ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তার মধ্যে ১০ ভাগ আসবে পারমাণবিক বিদ্যুৎ থেকে। দেশে ২০ লাখ সোলার প্লান্টের মাধ্যমে একশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩৪ লাখ গ্রাহক ২০টি গ্রিডে ৩ লাখ কিলোমিটার বিতরণ লাইন থেকে বিদ্যুৎ পাচ্ছে। এজন্য ৯ হাজার কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে।’

এসবিডি নিউজ ডেস্ক