মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তরা ভোটাধিকার হারালেন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তরা ভোটাধিকার হারালেন

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তরা ভোটাধিকার হারালেন। এ বিষয়ে সংসদে উত্থাপিত বিল রবিবার পাস হয়েছে। বর্তমান ভোটার তালিকায় তাদের নাম থাকলেও তারা ভোট দিতে পারবেন না। একই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন,২০১৩ বিলটি কণ্ঠ ভোটে পাস হয়। ৬ অক্টোবর (রবিবার) আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) বিল-২০১৩ শিরোনামে আইন সংশোধনের এই প্রস্তাব করেন। তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের অনুপস্থিতিতে পাস হওয়া এই বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইন হিসেবে কার্যকর হবে। গত ২ সেপ্টেম্বর বিলটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর আইনমন্ত্রী গত ১৬ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন। তখন এটি পরীক্ষা করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনসহ বিলটি রবিবার উত্থাপিত হয়। এ আইন কার্যকর হলে ‘বাংলাদেশ কোলাবোরেটরস (স্পেশাল ট্রাইব্যুনালস) অর্ডার-১৯৭২’ এবং ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস)অ্যাক্ট-১৯৭৩’ এ দণ্ডপ্রাপ্তরা বাংলাদেশের ভোটার হতে পারবেন না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতেই দালাল আইনে দণ্ডিতদের ভোটার হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিশেষ প্রতিনিধি