মুদ্রা (ফারহানা খানম)

মুদ্রা (ফারহানা খানম)


~~~মুদ্রা~~~

—-ফারহানা খানম—-

**************************************************************************************

মুদ্রা গুলো হাত বদল হতে হতে কেমন

ম্রিয়মান হয় তবুও অমূল্য ওরা

অথচ

আমার যত্নে ফোটানো স্থলপদ্মে

মৌমাছি ছুঁয়ে দিতেই বললে অচ্ছুৎ!

অরুনিমা দূরে থেকো শহরের

কোতুহলী দৃষ্টি কিংবা

বৃষ্টিরা তোমায় ছুঁয়ে দিলে অজান্তেই

তুমিও হবে মূল্যহীন!!

>>>

তাই নিজেকে গুটিয়ে নিই যেন শামুক

আকাঙ্খারা

পলেস্তরার মতো খসে পড়ে

সন্তর্পনে কান্না হাঁটে বুকের ভেতর

অলক্ষে করেছি যে চাষ রাশি রাশি মুক্তো

নিখাদ সুক্তিতে বুকের ভেতর

>>>

পাকা জহুরীর চোখ এড়ায়নি তা

তুলে নিলে সব জহরত শুধু

খণ্ডিত ঝিনুক পড়ে থাকে

তপ্ত তটভূমে ।

______________________________________________________________

অতিথি লেখক