৪, ৫ ও ৬ নভেম্বর হরতালঃ সব ধরণের পরীক্ষা এই হরতালের কর্মসূচির আওতামুক্ত

৪, ৫ ও ৬ নভেম্বর হরতালঃ সব ধরণের পরীক্ষা এই হরতালের কর্মসূচির আওতামুক্ত

রিয়াদ হাসান,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর এই তিন দিন হরতালের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও শুক্রবার নয়াপল্টনে গায়েবানা নামাজ, শনিবার দেশব্যাপী বিক্ষোভ এবং ৭ নভেম্বর সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় ভোগান্তির কথা বিবেচনা করেই অবরোধ থেকে সরে এসে হরতালের সিদ্ধান্ত নিয়েছে। সব ধরণের পরীক্ষা এই হরতালের কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান ওই সূত্র। ৩০ অক্টোবর (বুধবার) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাত পৌনে ১০টায় আঠারো দলীয় জোটের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক শুরু হয়। রাত ১১টায় বৈঠক শেষ হয়েছে। সূত্র জানায়, মহাসচিব পর্যায়ের বৈঠকের পরেই কর্মসূচি বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এর আগে মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল অবরোধ কর্মসূচির। বৈঠকে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে বলেছেন, এখনই আন্দোলনের সময়, তাই আন্দোলনের দিকনির্দেশনার চূড়ান্ত সিদ্ধান্ত দেন। কিন্তু ১৮ দলের নেতারা খালেদা জিয়াকে পরীক্ষার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে অবরোধের সিদ্ধান্ত থেকে সরে আসে। সংলাপ প্রসঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার যদি নীতিগতভাবে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকারের ব্যাপারে উদ্যোগ নেয় তাহলেই সরকারের আহ্বানে সাড়া দিবে। অন্যথায় তারা তাদের অবস্থানে অনড় থাকবে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের মাওলানা আবদুল হালিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, খেলাফত মজলিস সভাপতি মওলানা মুহাম্মদ ইসহাক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপি চেয়ারম্যান গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি, ইসলামিক পার্টির এমএ মবিন, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগের কামরুজ্জামান খসরু, জমিয়তে ওলামা ইসলামের মুফতি মো. ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি