পৃথিবীর ওপারে রাত (রোকসানা রফিক রিমা)

পৃথিবীর ওপারে রাত (রোকসানা রফিক রিমা)

~~~পৃথিবীর ওপারে রাত~~~
—রোকসানা রফিক রিমা—
**************************************************************************************
সূর্য এখন জ্বলজ্বল,
গভীর ভর দুপুর,
যেন বাব্ল্মিকীর যুগের কথা
জলের উপর প্রতিচ্ছবি
একেছে ইতিহাস বড় বেশী স্পষ্ট,
জলের মাঝে কাঁপন-
>>>
ভেঙেছে শত সহস্র যুগের নীরবতা
টেনে নিয়ে গেছে-
পাহাড়ী কান্নায়-
স্রোতস্বিনীর কোলাহল গানে-
বুঝেছিলাম-
তোমাকে।
>>>
দেখেছিলাম-
তোমাকে ভোরের সূর্যরং এ।
হয়েছিলাম আগ্নেয়গিরি,
হয়েছিল প্লাবণ হৃদয়ে তোমার।
আমরা দুজনা পেরিয়েছি যুগ-
শতাব্দী -অবিরত।
>>>
নক্ষত্ররাও হেটেছে আমাদের সাথে।
সূর্য দিয়েছে আলো।
রঙ্গিন মাছেরা ডূব সাতারে খেলেছে
আমাদের সাথে খেলা লক্ষ্মীপেচারা
জেগেছিলো সারারাত-
বাতায়ন জুড়ে ধবধবে জোছোনা।
সবই আছে-রয়ে গেছে-
এই শতাব্দীর কাছে–
নীল অবোগাহোণে-
অজানা সেই উপকথা-
সেইদিনই হয়েছিল লেখা-
পৃথিবীর একভাগ জলের সৃষ্টির
ইতিকথা যেইদিন রাজহংসের
চুম্বনে রক্তিম হয়েছিলো রাজহংসীর গ্রীবা ।
______________________________________________________________


অতিথি লেখক