থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভঃ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভঃ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ প্রতিহত করতে দাঙ্গা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির প্রশাসন। বিবিসি ১ ডিসেম্বর (রোববার) এ খবর প্রকাশ করেছে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, বিক্ষোভকারীরা সরকারী ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। রোববার সরকার বিরোধী এ বিক্ষোভ অষ্টম দিন অতিক্রম করছে। দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সদর দপ্তরে প্রবেশ করার হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে শনিবার বিক্ষোভকারীদেরে সাথে পুলিশের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইংলাক সিনাওয়াত্রার বরাত দিয়ে বিবিসি জানায়, নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতিহত করবে সরকার।

থাইল্যান্ডের সরকারকে সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ আনে দেশটির অধিকাংশ জনগণ। তারপরই থাইল্যান্ডে  সরকার পতনের দাবিতে বিক্ষোভ শুরু করে  বিক্ষোভকারীরা।

আন্তর্জাতিক ডেস্ক