বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার

রূপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ শুল্ক কর্তৃপক্ষ ৪ ডিসেম্বর (বুধবার) রিজেন্ট এয়ারওয়েজের জাহাজ ও এয়ারফ্রেইট থেকে পৃথক দুটি চালানে আসা ২৫ কেজি স্বর্ণের বার ও চেইন উদ্ধার করেছে।  উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১৩ কোটি টাকা। ঢাকা কাস্টম হাউজের সহকারী কাস্টমস কমিশনার আব্দুল আলিম ও শামসুল আরেফিন খান জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বুধবার ভোর সোয়া চারটার দিকে রিজেন্ট এয়ারওয়েজের এই উড়োজাহাজটি ঢাকার  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এই ফ্লাইটটির বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে, এই ফাইটে চোরাকারবারীরা স্বর্ণের বার আনছে। সহকারী কাস্টমস কমিশনার আব্দুল আলিম জানান, উড়োজাহাজটির ওয়াশরুমের আয়নার পেছনে ছয়টি প্যাকেটের প্রতিটিতে ২০টি করে ১২০টি সোনার বার কালো স্কসটেপে মোড়ানো অবস্থায় রাখা ছিল। এগুলোর ওজন ১৩ কেজি ৯৮০ গ্রাম এবং বাজারমূল্য ছয় কোটি টাকা বলে দাবি শুল্ক কর্তৃপক্ষের।

অন্যদিকে ঢাকা কাস্টমস হাউসের এয়ার ফ্রেইট থেকে শুল্কগোয়েন্দার কর্মকর্তারা সকাল ১০টায় প্রায় ৭ কোটি টাকা মূল্যমানের ১২ কেজি সোনার বার ও চেইন এবং ৫১ টি প্রজেক্টর আটক করেছে। বিমানের এফটি সেকশনের গেইট এর সামনে থেকে ছাড় করানোর সময় এই স্বর্ণের বার ও চেইন সম্বলিত কার্টুনটি শুল্কগোয়েন্দার কর্মকর্তারা আটক করে। কম্পিউটার যন্ত্রাংশের ঘোষনা দিয়ে রুহাত ট্রেডার্সের আমদানিকৃত এই কার্টুনটি ছাড় করণের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট আসিফ এন্টারপ্রাইজ।

নিজস্ব প্রতিনিধি