গ্রন্থিচ্যুত সম্পর্ক (ফারহানা খানম)

গ্রন্থিচ্যুত সম্পর্ক (ফারহানা খানম)

~~~গ্রন্থিচ্যুত সম্পর্ক~~~
—ফারহানা খানম—

************************************************************************************
চন্দ্রিমায় আবছায়া হয়ে থাকা ফুল,
লতা বৃক্ষ আর কাঁচপোকা।
আলোর আড়ালে শেকড়,
আমাদের সুখ।
সুখের গভীরতা ভরাট
একাকীত্ব আর হতাশায়
এভাবেই শুরু মুলতঃ
খণ্ড শেষ অংকের পর্দা ওঠে।
কাহিনী এগোয়।
একের পর এক আবহ।
পালটে যাচ্ছে দৃশ্যপট।
হাজার শকুনের উন্মাতাল নৃত্য,
নিশ্চুপ দর্শক।
আচমকা চমক!
শেষের আগে পুনশ্চ লিখে
কিছু দৃশ্যের অবতারণা।
আবেগে আপ্লুত দর্শক করতালি
ভুলে নির্বাক চেয়ে থাকে পর্দায় দেখে্‌:
থেমে গেছে শকুনের উল্লাস,
রাতের আকাশে হাজার জোনাক
আর লাল- সবুজ প্রজাপতি ওড়ে
অন্ধকার মিলায় আলোর মিছিলে।
জমানো আবেগে জোয়ারের উন্মত্ততা।
নিরেট পলির বুকে নবীন ঘাসফুল।
দখিণা বাতাসে স্বপ্নিল মুগ্ধতা যেন
চাঁদোয়ায় দেখা ফুল,
জোনাক আর জলজোছনা।

_________________________________________________________

অতিথি লেখক