বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংঃ ফাইনালে ভারত

বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংঃ ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ টি- টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ভারত। বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ধোনি বাহিনী।

৪ এপ্রিল (শুক্রবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৯ রানে ডি ককের উইকেট হারিয়ে চাপে পড়লে সে চাপ সামলে নেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ২ ছয় ৫ চারে ৪১ বলে ৫৮ রান করে অশ্বিনের বলে আউট হন ডু প্লেসিস। এরপর ডুমিনি ও মিলার জুটিতে ১৭২ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে ৩ উইকেট নেন অশ্বিন। এক উইকেট নেন ভুবেনশ্বর কুমার। জবাবে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে উদ্বোধনী দুই ব্যাটসম্যান রাহানে ও রোহিত শর্মা। ৩৯ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাট করতে নামে বিরাট কোহলি। এরপর দেখেশুনে ব্যাট করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ২ ছয়, ৫ চারে ৪৪ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। এছাড়া রাহানে করেন ৩২ রান, যুবরাজ ১৮, রায়না ২১ রান। দক্ষিণ আফ্রিকার হেনড্রিকস ২টি ও ইমরান তাহির একটি উইকেট নেন।

ক্রীড়া প্রতিবেদক