আগামী বাজেটে অনেক কিছু কাটছাট হবেঃ অর্থমন্ত্রী

আগামী বাজেটে অনেক কিছু কাটছাট হবেঃ অর্থমন্ত্রী

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ আগামী অর্থ বছরে রাজস্ব ঘাটতি পূরণে মুল বাজেটের আকার ছোট হতে পারে। বাজেটে অনেক কিছু কাটছাট হবে। ৫ এপ্রিল (শনিবার) দুপুরে সিলেটে একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের আগামী বাজেট নিয়ে এমন আভাস দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ঘাটতি মোকাবিলায় মুল বাজেট থেকে ১১ হাজার কোটি টাকা কমবে এবার। তারমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি থেকে কমবে ৬ হাজার কোটি টাকা।
শনিবার দুপুরে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বড় ভুমিকা রাখে। কিন্তু নানা কারণে গত বছর রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে বাজেটে ঘাটতি হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন।

এসবিডি নিউজ ডেস্ক