১৭ মে প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

১৭ মে প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৪ লাখ শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে ১৭ মে (শনিবার)। শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে এবং দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রস্তাব পাঠায়। আগামী ১৭ অথবা ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করা হয় চিঠিতে। এর আগে শিক্ষামন্ত্রী পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের ধারাবাহিকতায় আগামী ১৯ মে’র মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রতিবার শিক্ষামন্ত্রী বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হয় ২২ মার্চ। এতে অংশ নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিনিধি

Related articles