তীব্র তাপপ্রবাহের কবলে দেশের কয়েকটি অঞ্চল

তীব্র তাপপ্রবাহের কবলে দেশের কয়েকটি অঞ্চল

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ দ্বিতীয় দফা তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের কয়েকটি অঞ্চল। তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে ওইসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীতে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে গত মাসে কয়েকদফা তাপপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। আবহাওয়া অধিদপ্তর ১৪ মে (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে সাতক্ষীরায়। এদিন সাতক্ষীরায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৪১ দশমিক ১। এছাড়া ময়মনসিংহ, টা্ঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, বগুড়া, খুলনা ও পটুয়াখালীতে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, মাইজদীকোর্ট ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মাঝারী থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ হলে মৃদু, ৩৮ থেকে ৪০ মাঝারী এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তীব্র তাপপ্রবাহ বলা হয়। বুধবার সন্ধ্যায় আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপটি হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নিজস্ব প্রতিনিধি