অপেক্ষা (ফারহানা খানম)

অপেক্ষা (ফারহানা খানম)

~~~অপেক্ষা~~~

<—ফারহানা খানম—>

=============================================================

নির্জন অরন্যে আমি

স্থির অচঞ্চল অথচ চৈতন্যে

বড্ড আলোড়ন

অধীর চাওয়ায় আকুল দু’চোখ।

ছিলাম ব্যকুলতায় অনিরুদ্ধ অহঙ্কারে।

আবেগের ঝড় তুললে নিবীড় আলিঙ্গনে।

কালের অভ্যর্থনায় বয়ে গেল জল

জলের কলতানে বয়ে যায় অজর সময়।

দুটি মন মুখর উতল উচ্ছাসে!

হাতে হাত রেখে বলেছিলে, ‘দেখা হবে’

কেন এত অধীর হলে?

‘বনভূমি জুড়ে শধু প্রতিধ্বনি ”দেখা হবে”

প্রশান্ত নদীতে বয়ে গেল কত উত্তাল জলধারা;

পলকের অস্থিরতা জানান দেয়

ভাবনার অজস্রতা!

আমি দুর্বাছাওয়া বনতলে

অপেক্ষায় থাকি আবার দেখা হবে।

_________________________________________________________________

অতিথি লেখক