এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯১.৩৪%,সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯১.৩৪%,সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে

রিয়াদ হাসান,ফারুক আহমেদ,পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ।  গতবার জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন। ১৭ মে (শনিবার) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখের কিছু বেশি।

এদিকে, ঢাকাসহ সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে এ বছর মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ ভাগ। ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন পাস করলেও ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৮৪ শতাংশ বা ৬ লাখ ৭১ হাজার ৯৬১ জন। অপর দিকে মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৮১ শতাংশ বা ৬ লাখ ৩১ হাজার ৩৭০জন। শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এ বছর ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক ৯৪ শতাংশ, দিনাজপুর  ৯৩ দশমিক ২৬, যশোর ৯২ দশমিক ১৯, চট্টগ্রাম ৯১ দশমিক ৪০, বরিশাল ৯০ দশমিক ৬৬, কুমিল্লা ৮৯ দশমিক ৯২, সিলেট ৮৯ দশমিক ২৩ ভাগ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৮১ দশমিক ৯৭শতাংশ।

যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানানো হবে আপনার ফল। অনলাইনেও রেজাল্ট পেতে ক্লিক করুন- http://www.educationboardresults.gov.bd/lite/index.php

নিজস্ব প্রতিনিধি