ইউক্রেইনে সামরিক হেলিকপ্টার ভূপাতিতঃ নিহত ১৪

ইউক্রেইনে সামরিক হেলিকপ্টার ভূপাতিতঃ নিহত ১৪

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বিচ্ছিন্নতাবাদের শিকার ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশ-পন্থী যোদ্ধারা একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে এবং এতে হেলিকপ্টারের আরোহী একজন জেনারেলসহ ১৪ ব্যক্তি নিহত হয়েছে। স্লোভিয়ান্‌স্ক শহরে সরকারি বাহিনী এবং রুশ-পন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলার সময় এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

শহরের উপকন্ঠে যেখানে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে সেখানে থেকে কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এর আগে স্লোভিয়ান্‌স্কের বিচ্ছিন্নতাবাদীরা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানায় যে ইওরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই-র একদল পর্যবেক্ষককে তারা আটক করেছে। বিদ্রোহীদের একজন নেতা বলেছেন, চারজনের এই পর্যক্ষেক দল, যার মধ্যে ডেনিশ, তুর্কি, এস্তোনিয়ান এবং সুইস নাগরিক রয়েছেন, তারা সবাই ভাল আছেন। তবে ওএসসিই বলছে, পর্যক্ষেকদের কোথায় আটক রাখা হয়েছে সে সম্পর্কে তারা এখনো জানেনা।
[সূত্র: বিবিসি বাংলা।]

আন্তর্জাতিক ডেস্ক

Related articles