অবৈধ যানবাহন চলাচল বন্ধে ডিসিদের নির্দেশ

অবৈধ যানবাহন চলাচল বন্ধে ডিসিদের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সড়ক মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ অপ্রচলিত ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ পাঠানো হয়েছে যোগাযোগ মন্ত্রণালয় থেকে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও স্বচ্ছন্দ করতে দ্রুত সময়ের মধ্যে এসব অপ্রচলিত যানবাহন ছাড়াও অবৈধ স্থাপনা করতে নির্দেশ দেয়া হয়েছে। ৩ জুন (মঙ্গলবার) যোগাযোগ মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ সড়ক জোন কার্যালয় এবং জামালপুর সড়ক সার্কেলের অফিস উদ্বোধনকালে এ কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী মার্চের মধ্যেই জয়দেবপুর-ময়মনসিংহ চারলেনের কাজ সম্পন্ন হবে।

মন্ত্রী বলেন, এখনই মহাসড়কের অবৈধ যানবাহন বন্ধ করতে না পারলে আগামীতে সমস্যা হবে জনগণের। কোনো দুর্ঘটনা ঘটলে জনগণের ভোগান্তি বাড়বে। মহাসড়ক থেকে তুলে নিয়ে এসব যানবাহন ছোট সড়কে চলাচলের ব্যবস্থা করতেও তিনি নির্দেশ দেন।  যোগাযোগমন্ত্রী আরো বলেন, দেশে ১০ টি সড়ক অঞ্চল এবং ২১টি সড়ক সার্কেল অফিস স্থাপন করা হয়েছে। এসব অফিসের মাধ্যমে জনগণ আরো বেশি সেবা পাবেন।

নিজস্ব প্রতিনিধি