করাচিতে সন্ত্রাসী হামলাঃ বিমানবন্দরের পর নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে

করাচিতে সন্ত্রাসী হামলাঃ বিমানবন্দরের পর নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পাকিস্তানের করাচি বিমাবন্দরের কাছে একটি নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করেছে সন্ত্রাসীরা। করাচি বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৩৭ জন নিহত হওয়ার পর নতুন করে এ হামলা হলো। তবে, নিরাপত্তা বাহিনী আজকের হামলা দ্রুত প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। করাচির জিন্নাহ বিমানবন্দর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের ২ নম্বর ক্যাম্পে এ হামলা হয়। আজকের ঘটনা নিয়ে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে- নিরাপত্তা রক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন এবং বিভিন্ন ভবনের পাশে অবস্থান নিচ্ছেন।

এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের মুখপাত্র গুলাম আব্বাস মেমোন জানান, দুই থেকে তিনজন বন্দুকধারী দু দিক থেকে প্রশিক্ষণ কেন্দ্রের ভবনে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা রক্ষীরা তাদের এ প্রচেষ্টা রুখে দিয়েছে। এ সময় বড় ধরনের বন্দুকযুদ্ধ শুরু হলেও শেষ পর্যন্ত সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। শেষ খবর পর্যন্ত ওই এলাকায় তল্লাসি অভিযান চলছিল। হামলার পর করাচি বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হলেও পরে তা আবার স্বাভাবিক হয়েছে।
[সূত্র: বিবিসি অনলাইন।]

আন্তর্জাতিক ডেস্ক