সাভারে ‘ফুজি’ গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডঃ আহত ২০

সাভারে ‘ফুজি’ গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডঃ আহত ২০

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আশুলিয়ার কুটুরিয়া এলাকায় জেড এ সোয়েটার (সাবেক ফুজি গার্মেন্টেস)  কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ২০ জুন (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে তাদের সঙ্গে যোগ দেয় আরো ৪টি ইউনিট। মোট ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।

কারখানার শ্রমিকরা জানিয়েছে, বিকেল ৫টায় কারখানার শ্রমিকদের ছুটি দেয় কর্তৃপক্ষ। এর আধা ঘণ্টা পর কারখানাসংলগ্ন জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সুতার গোডাউনসহ পুরো কারখানায়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি, সাভার ও ধামরাইয়ের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৃতীয় ও চতুর্থ তলার  আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কারখানাটির প্রথম ও দ্বিতীয় তলায় সুতা ও কাপড় থাকায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। রাত ৮টা ২০মিনিটে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও কারখানার শ্রমিকসহ ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্টেশন অফিসার আব্দুল হামিদ। এ ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

নিজস্ব প্রতিনিধি