মেসি’র জাদুঃ অতিরিক্ত সময়ে গোল,আর্জেন্টিনার জয়

মেসি’র জাদুঃ অতিরিক্ত সময়ে গোল,আর্জেন্টিনার জয়

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ উস্তাদের মার শেষ রাত্রে! কবে কে এ কথা বলেছিলো? উত্তর নিশ্চয় আপনার জানা নেই। দরকারও নেই জানার। তবে কথা তিনি মিথ্যে বলেননি। ইরানের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ওই কথার সত্যতা প্রমাণ করে দেখালেন মেসি। প্রায় একক প্রচেষ্টায় গোল করে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দলকে জিতিয়েছেন মেসি।

রাত ১০ টায় বেলে হরিজন্তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ার দেশ ইরানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে গোলবঞ্চিত রাখে ইরানের খেলোয়াড়রা। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি দেখেছে মেসি জাদু। ৯১ মিনিটে তার গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। চলমান বিশ্বকাপে এটি বার্সেলোনা সুপারস্টারের দ্বিতীয় গোল। ম্যাচের শুরু থেকেই রক্ষনাত্মকভাবে খেলেছে ইরান। বল দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। খেলার ১১মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক শট রুখে দেন ইরানের গোলরক্ষক হাগিগি। এরপর ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। তবে ইরানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন গঞ্জালো হিগুয়েন। খেলার ৩১ মিনিটে লিওনেল মেসিকে ফাউল করলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। বরাবরের মতো শটটি নেন মেসি। কিন্তু আর্জেন্টাইন প্রাণভোমরার শটটি ক্রোসবারের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়। ৪২ মিনিটে ইরানও এগিয়ে যেত পারত। তবে জালাল হুসাইনির হেডটি লক্ষভ্রষ্ট হয়েছে। এরপর ৪৫ মিনিটে কর্নার-কিক থেকে গোলের সুযোগ আদায় করতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে সেয়ানে সেয়ানে লড়াইয়ের পর গোলবঞ্চিত রয়েছে দুই দল। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ-পাল্টা আক্রমণের মহড়া বসায় দুই দল। ৪৭ মিনিটে মার্কোস রোহোর উড়িয়ে দেয়া বলে মাথা লাগাতে পারেননি আগুয়েরো। ৫২ মিনিটে আলি রেজার হেড রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। ৫৯ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল টেনে আনেন লিওনেল মেসি। কিন্তু তার শটটি এবারও লক্ষ্যভ্রষ্ট হয়। ক্রোসবারের কোল ঘেষে বলটি আশ্রয় নেয় মাঠের বাইরে। ৬৭ মিনিটে  দেজাঘার দুর্দান্ত এক শট রুখে দেন রোমেরো। শটটি লক্ষ্যভ্রষ্ট হলে ইরান লিড থেকে বঞ্চিত হয়। ৮৫ মিনিটে আরো একটি দুর্দান্ত সেভ করেন রোমেরো। এবারও বল নিয়ে সামনে চলে যান দেজাঘা। জাবালেতা ও মাচেরানোকে কাটিয়ে বলটি সোজা আর্জেন্টিনার গোলপোস্টে পাঠিয়ে দেন দেজাঘা। নির্ধারিত সময়ে (৯০ মিনিট) আর্জেন্টিনাকে গোলবঞ্চিত রাখতে সক্ষম হয়েছিল ইরান।

ক্রীড়া প্রতিবেদক

Related articles