ইরাকে বিমান হামলাঃ নিহত ৭

ইরাকে বিমান হামলাঃ নিহত ৭

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ইরাকের বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরী তিকরিতে ২২ জুন (রোববার) এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রত্যক্ষদর্শীরা এ হামলার কথা জানিয়েছে। চলতি মাসের গোড়ার দিকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) সহ সুন্নি জঙ্গিরা আগ্রাসন চালিয়ে তিকরিতসহ বাগদাদের উত্তরের একটি বিশাল ভূখন্ড দখল করে নেয়ার পর এ হামলা চালানো হল। টেলিভিশন জানায়, জঙ্গিদের একটি দলকে লক্ষ্য করে চালানো এ বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানায়, বাগদাদের উত্তরে সালাহেদ্দিন প্রদেশের রাজধানীর একটি পেট্রোল স্টেশন লক্ষ্য করে এ হামলাটি চালানো হয়। তারাজানায়, এ হামলায় সাত জন প্রাণ হারিয়েছে। তবে নিহতরা সুন্নি যোদ্ধা কি-না, সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বিদ্রোহীদের হামলার মুখে প্রথমদিকে সরকারি সৈন্যরা পিছু হটে। অনেকে গাড়িসহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম এমনকি তাদের পোশাক ফেলে রেখে পালিয়ে যায়।

গত কয়েক দিন সরকারি বাহিনী তাদের দুর্বলতা কাটিয়ে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে। সরকার পক্ষ জঙ্গিদের বিরুদ্ধে জয় পাওয়া কথা বেশ গৌরবের সাথে প্রকাশও করছে। তবে এদিকে জঙ্গিরা বেশ কিছু নতুন ভূখণ্ড দখল করে নিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles