মেসির জোড়া গোলের কল্যাণে ৩-২ গোলে নাইজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলের কল্যাণে ৩-২ গোলে নাইজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ মেসির জোড়া গোলের কল্যাণে ৩-২ গোলে নাইজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে গ্রুপ সেরা হয়েই উঠলো আলবিসেলেস্তেরা। নাইজেরিয়ার বিপক্ষে ৬৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। যা করার তা এই ৬৩ মিনিটেই করে দেখান তিনি। বড় বড় খেলোয়াড়রা এমনিই হয়। নিজে জোড়া গোল করলেন আর সতীর্থকে দিয়ে গোলও করালেন। প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপের নক আউট পর্ব আগেই নিশ্চিত হয় মেসিদের। ২৫ জুন (বুধবার) অপরাজিত থাকার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে আলেহান্দ্রো সাবেলার শিষ্যরা। ম্যাচে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। মাঠে নেমেই মেসির ঝলক। পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা রিওতে  ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মাসচেরানোর পাস থেকে বল পেয়ে ডি বক্সে জোড়াল শট নেন ডি মারিয়া। বল বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে শট নিয়ে লক্ষ্যভেদ করে ভিন্নগ্রহের ফুটবলার খ্যাত মেসি। তবে এক মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার সমর্থকদের মুখের হাসি কেড়ে নেয় আহমেদ মুসা। আর্জেন্টিনার ডিফেন্স ভেঙ্গে একাই ডি বক্সে ঢুকে পড়েন মুসা। ডান পায়ে শট নিয়ে গোল করে নাইজেরিয়াকে সমতায় ফিরান তিনি। গোল ক্ষুধায় থাকা মেসি প্রথমার্ধে আবারো লিড নেয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে  ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই ফ্রি কিকটি নেন মেসি। বার্সেলোনার সফল এই স্ট্যাইকারের ফ্রি কিকে পরাস্ত এনিমায়া। প্রথমার্ধের স্কোর লাইন আর্জেন্টিনা ২ : ১ নাইজেরিয়া।

গোল পরিশোধে মরিয়া নাইজেরিয়া দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফিরে। আবারো নাইজেরিয়ার ত্রাণকর্তা এনিমায়া। ডি বক্স থেকে জোরালো শটে গোল করেন তিনি। মেসিদের দিনে আর্জেন্টিনাকে ঠেকানোর সাধ্য কার? ম্যাচের ৫০ মিনিটে মেসির নেয়া কর্ণার কিক থেকে তৃতীয়বারের মতো লিড নেয় সাবেক চ্যাম্পিয়নরা। মার্কোস রোজোর হাঁটুতে লেগে তৃতীয় গোলের স্বাদ নেয় আর্জেন্টিনার সমর্থকরা। এ জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নক আউটে নাম লিখাল আর্জেন্টিনা। এবং তিন ম্যাচে একটি জয়, একটি ড্র ও একটি পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে নক আউট নিশ্চিত করলো নাইজেরিয়া।

ক্রীড়া প্রতিবেদক

Related articles