উরুগুয়েকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

উরুগুয়েকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ জেমস রদ্রিগেজের জোড়া গোলে ২৮ জুন (শনিবার) উরুগুয়েকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ৪ জুলাই কলম্বিয়া খেলবে ব্রাজিলের বিপক্ষে। বিশ্বকাপের ৪৯ ও ৫০ তম ম্যাচের বিজয়ী হিসেবে ৪ জুলাইয়ের কোয়ার্টার ফাইনালে লড়বে ব্রাজিল-কলম্বিয়া। নকআউটের লড়াইয়ে শনিবার রাতে চিলির বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে জিততে হয় ব্রাজিলিয়ানদের। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচের মীমাংসা (১-১ গোল) না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। অনেক শঙ্কা থাকলেও গোলরক্ষক জুলিও সিজারের নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লুইজ ফিলিপ স্কলারির শিষ্যরা।

অপরদিকে, একই রাতে নিজেদের লড়াইয়ে কলম্বিয়ানরা অনেকটা একপেশে খেলেই উরুগুয়ানদের হারিয়ে দেয়। দলের পক্ষে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে দুই গোলই করেন উইঙ্গার জেমস রদ্রিগেজ। দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়ার পাশাপাশি রদ্রিগেজ ব্যক্তিগতভাবেও পৌঁছে গেলেন অনন্য উচ্চতায়। এই ম্যাচে দুই গোল দিয়ে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন (৫ গোল) তিনি।

ক্রীড়া প্রতিবেদক