টানটান উত্তেজনার ফাইনালঃ বিশ্বকাপ জার্মানির

টানটান উত্তেজনার ফাইনালঃ বিশ্বকাপ জার্মানির

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ মারিও গোৎজের একমাত্র গোলে ব্রাজিল বিশ্বকাপ জয় করে নিলো ইউরোপীয় ফুটবলের মেশিন জার্মানি। গোলশূন্য নির্ধারিত সময়ের খেলার পর অতিরিক্ত সময়ের খেলার ১১৩ মিনিটে গোল করেন গোৎজে। আর এ গোলের মাধ্যমে লিওনেল মেসির বিশ্বকাপ শিরোপার স্বপ্ন চূর্ণ হয়ে যায়।

টানটান উত্তেজনার ফাইনালে আর্জেন্টিনা ও জার্মানির ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো দলই নির্ধারিত সময়ের ৯০ মিনিটে গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। নবম মিনিটে প্রথমবারের মতো ঝলক দেখান লিওনেল মেসি। ডান দিক থেকে বল পান তিনি। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে ডি বক্সে ঢুকে গোললাইন থেকে ক্রস করেন কিন্তু তা ফিরিয়ে দেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। পরের মিনিটে আবার আক্রমণে যায় আর্জেন্টিনা। এবার পাবলো সাবলেতার সেই ক্রস বিপজ্জনক জায়গায় পৌঁছলেও টিতে পা ছোঁয়াতে পারেননি এনসো পেরেস ও গনসালো হিগুয়াইন। কিছুক্ষণ পর ফিলিপ লামের ক্রসে মাথা লাগাতে পারেনি মিরোস্লাভ ক্লোসা। ২১তম মিনিটে জার্মানির টনি ক্রুস দারুণ একটি ‘উপহার’ দেন হিগুয়াইনকে। হেড করে সতীর্থকে দিতে গিয়ে হিগুয়াইনকে বল তুলে দেন তিনি। নাপোলি স্ট্রাইকারের কাছাকাছি জার্মানির কোনো খেলোয়াড় ছিলেন না। মানুয়েল নয়ারকে একা পেয়েও বাইরে মেরে দলকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেন তিনি। ৩০তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ভালো একটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। মেসি ডান দিকে বাড়ান এসেকিয়েল লাভিস্সিকে। তার ক্রস থেকে নয়ারকে পরাস্ত করে জালে জড়ান হিগুয়াইন। কিন্তু সহকারী রেফারি উচিয়ে রেখেছিলেন অফসাইডের পতাকা। দশ মিনিট পর মেসি ডান দিক থেকে ঢুকে পড়েন। কিন্তু জেরোম বোয়াটেংকে ফাঁকি দিতে পারেননি তিনি। ৪৩তম মিনিটে মাসচেরানোর ভুল পাস থেকে ভালো একটা সুযোগ পান ক্রুস। তবে তার শট ফেরাতে কোনো সমস্যা হয়নি সের্হিও রোমেরোর। যোগ করা সময়ে প্রায় এগিয়েই যাচ্ছিল জার্মানি। ক্রুসের কর্নার থেকে বেনেডিক্ট হুভেডেসের হেড ফেরানোর কোনো সুযোগই ছিল না রোমেরোর। দুর্ভাগ্য তিনবারের চ্যাম্পিয়নদের। বল বারে লেগে ফিরে। কাছেই টমাস মুলার ছিলেন, কিন্তু তিনি হয়ে যান অফসাইড। আর বল আয়ত্বে নেন রোমেরো। ৪৭তম দারুণ একটি সুযোগ পান মেসি। ডি বক্স থেকে তার শট ফেরানোর কোনো সুযোগ ছিল না নয়ারের। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি চারবারের বর্ষসেরা ফুটবলার। রোববার রিও দে জেনেইরোর মারাকানায় আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরোকে ছাড়াই খেলা শুরু করে আর্জেন্টিনা। ওয়ার্ম আপের সময় সামি খেদিরা চোট পাওয়ায় শেষ মুহূর্তে জার্মানি দলে একটি পরিবর্তন এসেছে। তার জায়গায় এসেছেন ক্রিস্টোফ ক্রামের। সেমি-ফাইনালে দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া গোল করলেও শুরুর একাদশে জায়গা হয়নি আন্দ্রে শুরলের।

ক্রীড়া প্রতিবেদক