প্রতিটি রাতের গল্প (খালেদ হোসাইন)

প্রতিটি রাতের গল্প (খালেদ হোসাইন)

~~~প্রতিটি রাতের গল্প~~~
<—-খালেদ হোসাইন—->
*************************************************************************************
যেখানে বঞ্চনা ছাড়া অন্য কোনো ফসল ফলে না
সে প্রান্তরে আমি থাকি, সেখানে প্রতিটি ক্ষণ কালো
শরীরে ক্ষুধার্ত বাঘ ট্রাঙ্কুলাইজারে বশীভূত
ঘোর যদি কেটে যায় আমাকেই খায় ছিঁড়ে-ফেড়ে।
>>>
নিঃসঙ্গতা ছাড়া আর কেউ কভু সান্নিধ্য দেবে না
জানি তবু মাঝেমধ্যে শরীরে জোয়ার জেগে ওঠে
মনের কঙ্কাল আসে কবরের ধুলোমাটি ঝেড়ে
প্রত্যাশা এমনভাবে তাকে প্ররোচিত করে থাকে।
>>>
এখানে প্রহর মানে রুক্ষ কালো পাথরের চাঁই
এখানে দিদৃক্ষা মানে চোখের মণিতে বিদ্ধ তীর
এখানে শুশ্রূষা নেই কোনো জলতরঙ্গের মতো
প্রতিটি মুহূর্তে মরে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকি।
>>>
নৈঃসঙ্গ্য করুণা নিয়ে কখনো কখনো চেয়ে থাকে
অশেষ রহস্যময় বিষ তারও চোখের তারায়।
_______________________________________________________________

অতিথি লেখক