বগুড়ায় ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

বগুড়ায় ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ায় ধান বোঝাই একটি ট্রাক ডাকাতির প্রস্তুতিকালে যাত্রীবেশে থাকা আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমিান দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ডাাকতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মোঃ গাজিউর রহমান জানান, ১৪ জুলাই (সোমবার) দিবাগত রাত দেড়টায় বগুড়া শহরের তিনমাথা রেলঘুমটি এলাকায় একটি ধানবোঝাই ট্রাক সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্য অপেক্ষা করছিল। ওই ট্রাকটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জীম্মি করে করে ট্রাকসহ মালামাল ছিনিয়ে নিয়ে যাবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সায়ফুজ্জামান’র নির্দেশে বগুড়া ডিবি পুলিশের ওসি মিজানুর রহমানের নেতৃত্বে একটি অভিযান দল শহরের তিনি মাথা থেকে বনানী পর্যন্ত সড়কে ফাঁদ পেতে থাকে। এসময় সশস্ত্র ডাকাত দলের ১২ জন বগুড়া ড ১১-১৬০৩ নং একটি ট্রাক যোগে যাত্রীবেশে থাকা অভিনব কায়দায় ডাকাত দল শহরতলীর বনানীর অদূরে ধান বোঝাই ট্র্রাকটিকে সংকেত দিয়ে থামানোর চেস্টা করে। তখন ডিবির অভিযান দল চারি দিকে  ঘিরে  আন্তজেলা ডাকাত দলের সশস্ত্র ১০ ডাকাত কে ৫টি চাকু, ২টি বড় ছোরা, ১টি চাইনিজ কুড়াল, ১টি দোধারা ছুড়ি,২টি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার কান্তা মাস্টার পাড়ার মৃত খয়রাত আলীর ছেলে আবু  হানিফ (৬০), একই উপজেলার খুরাষ্ট্রি খামারপাড়ার মৃত সলেমান আলীর ছেলে  রফিকুল ইসলাম (৩৫), নন্দিগ্রাম’র নামুইট চকপাড়ার আব্দুর রহমানের ছেলে তোজাম্মেল (৬০), একই উপজেলার বীরপলি দক্ষিনপাড়ার ইসমাইলের ছেলে হারুন (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে সেলিম (৩০) একই উপজেলার  পুটুর দুই ছেলে ২ নজরুল ইসলাম  (২৭) ও তাইজুল  ইসলাম (২৫) শাজাহানপুরের সাজাপুরের  রমজান আলীর ছেলে  আব্দুল জলিল (৩০), সারিয়াকান্দি উপজেলার চরফাযিলপুর গ্রামের শাজাহান আলীর ছেলে ইলিয়াছ হোসেন (২৮) ও শাজাহানপুর উপজেলার সাজাপুর জায়দারপাড়ার মৃত রমজান আলীর পুত্র আব্দুল জলিল (৩০)।
ডিবির ওসি মিজানুর রহমান জানান, ১২ জনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। অপর দুই ডাকাতকে সনাক্ত করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি