অভিযোগপত্রে নাম থাকা সরকারি কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে দুদক

অভিযোগপত্রে নাম থাকা সরকারি কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে দুদক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দুর্নীতির মামলায় অভিযোগপত্র থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতি নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনাপত্র এখন জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা  বলেন, ‘এ রকম একটি সিদ্ধান্ত বহু বছর আগেই ছিল। দুদক আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, এ বিষয়টি কোথাও কোথাও মানা যাচ্ছে না। এ জন্য আমরা দুদকের এই চিঠির বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে মনে করিয়ে দিয়েছি।’

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, সম্প্রতি দুদক মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে জানায়, বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী এবং ১৯৮৯ সালে রাষ্ট্রপতির সচিবালয়ের সার্কুলার অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেপ্তারকৃত অথবা জামিনপ্রাপ্ত আসামিদের (সরকারি কর্মচারী) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ আছে। কিন্তু দুদকের দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) হওয়া সত্ত্বেও এ ধরনের সংশ্লিষ্ট আসামিদের সাময়িক বরখাস্ত না করায় দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুদকের গৃহীত ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হচ্ছে এবং দুর্নীতি উত্সাহিত হচ্ছে। দুর্নীতি-সংক্রান্ত মামলা ফৌজদারি মামলা হিসেবে পরিগণিত হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা (সরকারি কর্মচারী) আদালত থেকে জামিন নিয়ে নিজ দপ্তরে কর্মরত রয়েছেন। দুদকের এমন চিঠির পরিপ্রেক্ষিতে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে নির্দেশনা দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও একটি আদেশ জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।