ঢাকা অধ্যায় শুরুর আগেই আবারো বিতর্কের জন্ম দিয়েছে বিপিএল

ঢাকা অধ্যায় শুরুর আগেই আবারো বিতর্কের জন্ম দিয়েছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকায় প্রথম পর্বে দর্শকদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। চট্টগ্রামে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। তবে সেমিফাইনালে ওঠার দৌড়ে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হওয়ায় এবার ঢাকায় বিপিএলের শেষ পর্বে গ্যালারি ভর্তি দর্শক আশা করছেন আয়োজকরা। কেননা লিগের গ্রুপ পর্বের শেষ কটি ম্যাচ যে সিলেট রয়্যালস বাদে সবগুলো দলের কাছেই গুরুত্বপূর্ণ। লিগের দুই-তৃতীয়াংশ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি কোনো দল। সেমির দৌড়ে টিকে রয়েছে খুলনা রয়েল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী, চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও বরিশাল বার্নার্স। এদের মধ্য থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হবে আরো একটি দলকে। সেমির সমীকরণকে সামনে রেখে আজ মাঠে নামছে চারটি দল। প্রথম ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হবে চিটাগাং কিংসের। অপর ম্যাচে সেমির স্বপ্ন শেষ হয়ে যাওয়া সিলেট রয়্যালস মুখোমুখি হবে দুরন্ত রাজশাহীর।

ঢাকার পর চট্টগ্রাম অধ্যায় শেষ। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ঢাকায়। ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চিটাগাং কিংস এবং দুরন্ত রাজশাহী-সিলেট রয়্যালস দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় অধ্যায়। ঢাকা অধ্যায় শুরুর আগেই আবারো বিতর্কের জন্ম দিয়েছে বিপিএল। ক্রিকেটারদের অভিযোগ ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো তাদের পারিশ্রমিক দেয়নি। যদিও ম্যাচ মাঠে গড়ানোর আগেই পারিশ্রমিকের একটি নির্দিষ্ট অংশ ক্রিকেটারদের শোধ করার কথা ফ্রাঞ্চাইজিগুলোর। এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট’ও টাকা দেয়নি বিসিবিকে। যদিও দুই বছরের গ্যারান্টি মানি দেওয়া আছে গেম অনের। এসব বিতর্ক নিয়েই আজ বিপিএলের তৃতীয় অধ্যায় মাঠে গড়াচ্ছে। তবে সেমির যুদ্ধে মাঠে নামার আগে এসব কিছু নিয়ে ভাবতে আদৌ রাজি নন ঢাকা ও খুলনার ফ্রাঞ্চাইজিরা। কেননা সেমিফাইনাল নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রাম দুটি দলেরই জয় দারুণ গুরুত্বপূর্ণ। দুই দলেরই পয়েন্ট সমান ৮। যে দলই জিতবে, তারাই এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। অবশ্য প্রথম পর্বে চিটাগাং কিংসকে হারিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। গুরুত্বপূর্ণ খেলায় অবশ্য চিটাগাং পাচ্ছে না ‘আইকন’ ক্রিকেটার তামিম ইকবালকে। ইনজুরি কাটিয়ে তামিম খুলনার বিপক্ষে ফিরলেও ব্যাট হাতে ব্যর্থ হন। তবে  তার মূল একাদশে না থাকার কারণ জানা যায়নি। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য বাকি ম্যাচগুলোর জন্য চিটাগাং কিংস উড়িয়ে এনেছে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে। এমন দল নিয়েই আজ প্রতিশোধ নিতে চান চিটাগাংয়ের কোচ খালেদ মাহমুদ সুজন। বলেছেন, ‘আমরা সেমিফাইনাল খেলতে চাই। এজন্য আজ জিততেই হবে। আমরা জেতার জন্য সর্বাত্মক ক্রিকেট খেলব।’ অপর ম্যাচে দুরন্ত রাজশাহীর প্রতিপক্ষ দুর্বল সিলেট রয়্যালস। সিলেট একটি ম্যাচও জিততে পারেনি। অন্যদিকে ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুরন্ত রাজশাহী।  জিতলে উঠে আসবে পয়েন্ট তালিকার শীর্ষে। প্রথম দল হিসেবে নিশ্চিত হবে সেমিফাইনাল। দলের কোচ খালেদ মাসুদ পাইলট আজকের ম্যাচ জিতে নিশ্চিত করতে চান সেমিফাইনাল। বলেছেন, ‘আমরা শুরুতে ভালো খেলতে পারিনি। তবে এখন টানা ৫ ম্যাচ জিতে একটি রিদমে আছি। আশা করি সিলেটকে হারিয়ে আমরা সেমির টিকিট নিশ্চিত করতে পারব।’

ক্রীড়া প্রতিবেদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।