প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদ ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কর্মসূচির মধ্যে আগামী ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবার ঘোষণা দিয়েছে জোটটি।  ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে : 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট সারাদেশে কালোপতাকা মিছিল। ঢাকায় মিছিল শুরু হবে বিকেল ৩টায় বিএনপির পল্টন কার্যালয় থেকে। জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণবিরোধী আখ্যা দিয়ে, এর প্রতিবাদে ১৯ আগস্ট দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ২০ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে যোগ দেবেন বলে জানান মির্জা ফখরুল। একই দিনে জেলা ও মহানগরগুলোতেও এই সমাবেশ হবে। ২১ থেকে ৩১ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট পালন করবে গণসংযোগ কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে রয়েছে সভা, সমাবেশ ও কর্মীসভা। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর স্থান পরে জানানো হবে। ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত ও আলোক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ২ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

নিজস্ব প্রতিনিধি