আমি করতে চাই কিন্তু সব কিছু করতে পারি নাঃ ওবায়দুল কাদের

আমি করতে চাই কিন্তু সব কিছু করতে পারি নাঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি,এসবিডি ন্উজ24 ডট কমঃ ঢাকা মহানগরসহ সারাদেশের সব মহানগরের রাস্তা ৭ দিনেই ঠিকঠাক করে দিতে পারবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর চ্যালেঞ্জ, ‘যদি আমাকে ঢাকাসহ মহানগরগুলোর সড়কের দায়িত্ব দেয়া হয়, তাহলে ৭ দিনের মধ্যে সব ঠিক করে ফেলব।’ ‘কিন্তু এগুলো আমার মন্ত্রণালয়ের আওতায় পড়ে না।’ ১৩ আগস্ট (বুধবার) দুপুরে পিপিআরসি-ব্র্যাক আয়োজিত ‘বাংলাদেশের সড়ক নিরাপত্তা: বাধা ও বাস্তবতার প্রেক্ষাপট’  শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন চ্যালেঞ্জ দেন মন্ত্রী। রাজধানীর কারওয়ানবাজারে ডেইলি স্টার ভবনের আজিজুর রহমান সম্মেলন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, ‘ঢাকার অনেক সড়কের অবস্থাই ভালো না। অনেক মহানগরেরও একই রকম অবস্থা। সড়ক দুর্ঘটনা রোধ, সড়কের উন্নয়নসহ যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সব কিছু আমি করতে চাই। কিন্তু সব কিছু করতে পারি না।’ কারণ হিসেবে এসময় ভোটের রাজনীতির কথা উল্লেখ করেন ওবায়দুল কাদের। ‘রাজনীতি, ভোটের রাজনীতি এসব কারণে বাধা পাই। তবে আমার আন্তরিকতার কোনো অভাব নেই।’

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। গবেষণা প্রতিবেদনে বলা হয়, গাড়ির বিপরীতে মৃত্যুহার অনেক হ্রাস পেয়েছে। ২০০০ সালে প্রতি ১০ হাজার গাড়িতে গড়ে ৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটত। এই সংখ্যা কমে ২০১১ সালে ২০টিতে নেমে এসেছে। ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ৩১৩৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও জানানো হয় প্রতিবেদনে। হোসেন জিল্লুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনা এখন মহামারী আকার ধারণ করেছে।’ অনুষ্ঠানে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনটি তাদের পরিসংখ্যান প্রকাশ করে বলে, ‘শুধু ২০১৩ সালেই সড়ক দুর্ঘটনায় ৫১৬২ জন মারা গিয়েছেন।’ ‘দেশের ৫৭ কিলোমিটার সড়কে মোট দুর্ঘটনার ৯৫ ভাগ ঘটছে।’ অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করেন বক্তারা।

নিজস্ব প্রতিনিধি