ভাষাসৈনিক আব্দুল মতিন গুরুতর অসুস্থ

ভাষাসৈনিক আব্দুল মতিন গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ব্রেইন স্ট্রোক করার ভাষাসৈনিক আব্দুল মতিনকে ১৮ আগস্ট (সোমবার) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ থাকায় আব্দুল মতিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ডা. হারুন-অর-রশিদ এর বরাত দিয়ে আব্দুল মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা জানান, ৭২ ঘণ্টা আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।

স্বজনরা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মতিন।পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে ইসিজি করার পর তার ব্রেইন স্ট্রোক করার কথা জানিয়ে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর আব্দুল মতিনকে বিকেল ৫টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক হারুনুর রশিদ বলেন, “আব্দুল মতিনের ডান পাশ অবশ হয়ে গেছে। তিনি এখনো সংজ্ঞাহীন। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। আমরা তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করছি।”

নিজস্ব প্রতিনিধি