যেটুকু দেয়ার কথা ছিল…(ফারহানা খানম)

যেটুকু দেয়ার কথা ছিল…(ফারহানা খানম)

—-যেটুকু দেয়ার কথা ছিল—-

****ফারহানা খানম****

==========================================================

যেটুকু দেয়ার কথা ছিল…

করপুট ভরে শূন্যদৃষ্টি,

বুক-চাপা সমুদ্র গর্জন,

— হৃদয় মথিত শান্ত আবেদনগুলো

তুমুল জলের মতো

বেড়ে উঠছে লবণজলে

জলকেলির ছবি মুছে

নিয়ে গেল অতিকায় ঢেউ,

ভদ্র ও বিমূঢ়তায় পলি জমে ওঠে

আমার নিমজ্জমান ঘরে

তোমার শরীরে বৃষ্টিভরা মেঘ

কিন্তু কোনো বৃষ্টি নেই বুকে

তপ্ত নিঃশ্বাসের তাপে

বাষ্পে বাষ্পে ভস্মীভূত

শরীরের ছায়া মাটিছোঁয়া মুহূর্তে

ঝর্ণার কলরোল

একদিন স্তব্ধতার মুখোমুখি

নগ্নশ্বাস হৃদয় কম্পন,

— এমন উথাল-পাথাল ঢেউ সেদিন

দারুণ ঝড় উঠেছিল…

মাঝরাতে!

_____________________________________________________________

অতিথি লেখক