ঢাকার পরজয়।।আমরা নিজেরাই নিজেদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিঃ মাশরাফি

ঢাকার পরজয়।।আমরা নিজেরাই নিজেদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিঃ মাশরাফি

ক্রীড়া প্রতিবেদ, এসবিডি নিউজ24 ডট কমঃ ‘ব্যাটসম্যানরা কেউ দায়িত্ব নিয়ে খেলেনি। ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বাজে ব্যাপারটাই আমরা করেছি। অপ্রয়োজনীয় শট খেলেছি। অনেক বেশি শট খেলেছি।’ চিটাগং কিংসের বেঁধে দেয়া ১২১ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতাশার সুরে এ কথাগুলোই বললেন।

মাশরাফির ভাষায়, ‘১২১ রান করতে না পারার কোনো অজুহাত নেই।’ বিপিএলে ঢাকার হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। আজকের ম্যাচে হেরে যাওয়ার পর সেমিফাইনালে যেতে হলে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে পরবর্তী দুটি ম্যাচে জিততেই হবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না যদি আজকে জয় পেত ঢাকা। পুরো ব্যাপারটিই হতাশাগ্রস্ত করেছে গ্ল্যাডিয়েটরস অধিনায়ককে। বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের সমস্যার মধ্যে ঠেলে দিয়েছি।’

আফতাব, নাজিমউদ্দিনের মতো খেলোয়াড়দের না খেলিয়ে মেহরাব জুনিয়রকে খেলানো নিয়ে তির্যক প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। দলের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে মাশরাফি বললেন, রানা নাভিদ কিছুটা অসুস্থ থাকায় মেহরাবকে নেয়া হয়েছিল একজন ব্যাকআপ বোলার হিসেবে। তিনি বলেন, ‘অসুস্থতা আমাদের ড্রেসিং রুমের একটি সমস্যা এই মুহূর্তে। ইমরান নাজিরের অনুপস্থিতিতে নাজিমউদ্দিনকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু তাঁরও শরীর খারাপ।’ পরের দুটি ম্যাচকে কঠিন আখ্যা দিলেও মাশরাফি এখনই আশা হারাতে চান না। তিনি বলেছেন, ‘যদিও আমরা নিজেরাই নিজেদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলেছি। কিন্তু এখন ঘুরে দাঁড়াতে হবে। হতাশার কিছু নেই।’

ক্রীড়া প্রতিবেদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।