শাস্তি!

শাস্তি!
ছবি: কাজরী তিথি জামান।

কাজরী তিথি জামান: ফিরে আসার গল্প জানি । নতুন কিছু নয় । ফিরে আসতেই হয় । “কে ফিরিয়ে দিলো ?”এমন প্রশ্নও খুব স্বাভাবিক । আমি শুধু এই প্রশ্নটার উওর জানিনে । আকাশের খাতায় দিন-রাত্রি কাব্য লিখে যায় । দিনও ফিরে আসে রাতও ফিরে যায় ।
কবিতার কথা বলি? একই কবিতা কতবার ফিরে আসে বলো?তুমি লেখো ,আমি লিখি ,আমরা লিখি……….তারপর ফিরে আসি । ঠিকানা বদলে গেলেও ফিরে আসতে হয় !
সামাজিক প্রথায় নিজেকে মানিয়ে নিয়েছি । আতরদানী ভেঙে টুকরো কাঁচ । আর সব কিছু দামী আমার । বিলাস ও অভিলাষ । এভাবেই ফিরে আসি । বিশ্রামও যে চাইতে হয় ! পরের চন্দ্রগ্রহণে কে জানে কতটুকু ফিরে পাবো ; কে জানতো এই মায়াবী চাঁদও পুড়িয়ে দিতে জানে মাধবীলতা! অপরাধীর নাম ‘প্রেম’ ,অপরাধ বর্ণনা করা যাবেনা দু’পৃষ্ঠায় । শাস্তি? “ফিরে যাও” ।

[কাজরী তিথি জামান: প্রাবন্ধিক]

অতিথি লেখক