মৃন্ময়,ভাবতো (ফারহানা খানম)

মৃন্ময়,ভাবতো (ফারহানা খানম)

কবি: ফারহানা খানম।

~~মৃন্ময় ,ভাবতো~~
—ফারহানা খানম—
**********************************************************************************

সেদিন সুদৃশ্য মঞ্চে ক্ষণিকের দেখায়
কি ভীষণ মাদকতা ছিল চোখে !!
মৃদু সম্ভাষণ, কিছু কথা যেন
অঙ্গিকার
গোধূলি আলোয় সন্ধ্যা রাগে
ছুঁয়েছিলে মন ,
তারপর প্রমত্তা পদ্মায় স্বপনে
মুখোমুখি দুজনার অনর্গল কথার উচ্ছাস !
অতঃপর কেটে গেল কতটা সময়
এখনো ভাবায় ,
এক সমুদ্দুর দূরত্ব অথচ কি নিবিড় চাওয়ায়
থাকি সমান্তরালে ।
আমি অন্তর্লিন নিভৃত হৃদয়ে ,
প্রতিভাস প্রতিদিন অদৃশ্য দর্পণে
একটাই ত আকাশ , অথচ তোমার
ওখানে রোদ্দুর বিলায় আমার এখানে বৃষ্টি ।

________________________________________________________________

অতিথি লেখক